খুলনায় আদালত চত্বরে মিলল ককটেল-সদৃশ বস্তু
খুলনার আদালত চত্বর থেকে ককটেল-সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এটি উদ্ধারের পর আদালত চত্বরে আতঙ্ক বিরাজ করে। ঘটনাস্থল পুলিশ ব্যারিকেট দিয়ে রাখে।
খুলনা থানার এসআই পার্ডন কুমার সিংহ বলেন, বিকেল ৪টার কিছুক্ষণ পর আদালত পাড়া থেকে থানায় ককটেল উদ্ধারের খবর দেওয়া হয়। ঘটনাস্থলের চারপাশে লাল দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাইরের কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হয়নি। র্যাব-৬-এর বোমা ডিসপোসাল ইউনিটকে খবর দেওয়া হয়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আদালতে আসা মানুষ লাল টেপ দিয়ে মোড়া ককটেল-সদৃশ কোটা পড়ে থাকতে যে যার মতো আদালত ত্যাগ করেন।
মোহাম্মদ মিলন/এএমকে
বিজ্ঞাপন