মিয়ানমারের সেনা-বিজিপির ৫ সদস্য ঘুমধুম সীমান্তে আটক
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৪ সদস্য ও সেনাবাহিনীর ১ সদস্যসহ মোট ৫ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঘুমধুম সীমান্তের গাছবুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। ওই দিন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
বিজ্ঞাপন
বিজিবি জানিয়েছে, সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে পথ হারিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ঢুকে পড়ে মিয়ানমারের বিজিপির ৪ সদস্য ও সেনাবাহিনীর ১ সদস্য। পরে তারা স্থানীয়দের কাছে আশ্রয় চেয়েছিল। স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন– মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮), মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।
বিজ্ঞাপন
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘আটক পাঁচ জন বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, পরিচয় ও তাদের প্রকৃত উদ্দেশ্য যাচাই-বাছাই চলছে। এ ছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। '
স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘এলাকার লোকজনকে তারা ভাঙা ইংরেজিতে জানিয়েছে, মিয়ানমারের ভেতরে চলমান সংঘর্ষের কারণে ক্যাম্প ছেড়ে পালাতে গিয়ে বাংলাদেশে ঢুকেছে।’
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানের পাশাপাশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ইফতিয়াজ নুর নিশান/বিআরইউ