নীলফামারীর সৈয়দপুরে কর্মস্থল থেকে ফেরার পথে ট্রলির ধাক্কায় আনোয়ারা বেগম (২৮) নামে এক নারীকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের ওয়াপদা মোড় এলাকার রাজা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী ও ইপিজেডের দেশবন্ধু কোম্পানির কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম সন্ধ্যার দিকে ইপিজেডে কাজ শেষে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ওয়াপদা মোড়ের পেট্রোল পাম্প এলাকায় পোঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রলি তাদের ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে আনোয়ারা বেগম মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয় লোকজন তার স্বামীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সৈয়দপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ট্রলি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নীলফামারী/এএমকে