কালিগঞ্জে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে রিয়া দাস (৭) ও সুষমিতা দেবনাথ (৭) নামে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এ ঘটনা ঘটে। দুজনই ৩৯নং নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
রিয়া দাস ওই গ্রামের মৃত উত্তম দাসের মেয়ে এবং সুষমিতা দেবনাথ একই গ্রামের রাম দেবনাথের মেয়ে।
বিজ্ঞাপন
রিয়ার মা ভারতী দাস জানান, দুপুরে তিনি দুই শিশুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। পুকুরপাড়ে তাদের বসিয়ে রেখে তিনি বাড়ি থেকে কাপড় আনতে যান। ফিরে এসে পুকুরের পাড়ে শিশুদের না দেখে এবং তাদের জুতা পড়ে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে প্রথমে জাল ফেলে খোঁজ করতে থাকেন। পরে পুকুরে নেমে অনেকক্ষণ অনুসন্ধানের পর প্রথমে রিয়াকে এবং পরে সুষমিতাকে উদ্ধার করেন।
দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইব্রাহিম খলিল/এমএএস