ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটকের ২৪ ঘণ্টার মাথায় ছেড়ে দিল শিবির
ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ৫ দফা দাবিতে ইন্ট্রাকোর তিনটি গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটকের ২৪ ঘণ্টার মাথায় ছেড়ে দিয়েছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) রাতে ভোলার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সাথে ছাত্রশিবিরের নেতাকর্মীদের মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে তারা এসব কাভার্ডভ্যান আটক করেন তারা। যা নিয়ে ‘ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে ইন্ট্রাকোর গ্যাসভর্তি কাভার্ডভ্যান আটক করল শিবির‘ শিরোনামে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়।
বিজ্ঞাপন
এদিন রাতে ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সাথে আমাদের মতবিনিময় সভায় জেলা প্রশাসক ভোলাবাসীর দীর্ঘদিনের গণদাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণের বিষয়ে আশ্বাস প্রদানসহ প্রধান উপদেষ্টা বরাবর আনুষ্ঠানিকভাবে অবগত করবেন বলে জানিয়েছেন।
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, যেহেতু গ্যাস আমাদের জাতীয় সম্পদ। এর ব্যবস্থাপনা সংক্রান্ত যে কোনো অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ দেশের পোশাক শিল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত করতে পারে- এ বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। এছাড়া গ্যাসবাহী যানবাহনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্ভাব্য তৃতীয় পক্ষের নাশকতামূলক ষড়যন্ত্রের ঝুঁকি পর্যালোচনা করে আমাদের হেফাজতে থাকা ৩টি গ্যাসবাহী গাড়ি জেলা প্রশাসকের তত্ত্বাবধানে যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করছি। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আমাদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিজ্ঞাপন
এ সময় জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী হারুনর রশীদ। ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি হাসনাইন আহমেদ ও অর্থ সম্পাদক আল আমিন সাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাইরুল ইসলাম/আরএআর