বাউলশিল্পীদের নির্যাতন
খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা
বাউল ও সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, আজ বিকেলে গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা বাউল ও সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুরু করে। ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব খানের নেতৃত্বে মিছিলটি শুরু হওয়ার পরপরই তৌহিদী জনতার ব্যানারে অতর্কিত হামলা চালানো হয়। তারা গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে হামলায় ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব খান, মহানগর বিপ্লবী ছাত্র মৈত্রীর আহবায়ক মেহেদী হাসান রনি এবং বিপ্লবী ছাত্র মৈত্রী মহানগরের সদস্য ইয়াসির হামিদ আহত হন। পরে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ময়মনসিংহে লালনভক্ত এক সদস্য ইসলাম সম্পর্কে কটূক্তি করলে সেখানকার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনার প্রতিবাদে খুলনার লালনভক্তরা নগরীর শিববাড়ি মোড়ে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। আবার একইস্থানে এনসিপিও প্রোগ্রাম আহবান করে। উভয়ে ঘটনাস্থলে একইসাথে উপস্থিত হলে সংঘর্ষের রূপ নেয়। পরবর্তীতে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ তা মীমাংসা করে দেয়।
মোহাম্মদ মিলন/এসএমডব্লিউ
বিজ্ঞাপন