বেঞ্চে বসা নিয়ে বিতর্ক, ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার বেঞ্চে বসা নিয়ে সামান্য তর্কের জেরে পাঁচ শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ও অভিযুক্ত সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী।
মাদ্রাসার এক শিক্ষার্থীর ধারালো ছুরির আঘাতে অষ্টম শ্রেণির রিফাত (১৪), দশম শ্রেণির মহিন (১৫), নাজিম উদ্দিন (১৪), নিলয় (১৫) এবং রিফাত (১৫) আহত হয়। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, মাদ্রাসায় চূড়ান্ত পরীক্ষা চলাকালে বুধবার পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থী ও দশম শ্রেণির এক শিক্ষার্থীর মধ্যে তর্ক-বিতর্ক হয়। শিক্ষকেরা তখন বিষয়টি মীমাংসা করে দেন। বৃহস্পতিবার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় ওই অভিযুক্ত শিক্ষার্থী হঠাৎ ধারালো ছুরি নিয়ে সহপাঠীদের ওপর হামলা চালায়। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাসরিন জামান জানান, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাঘাত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এটি আমলযোগ্য অপরাধ হওয়ায় অভিযোগ না পেলেও তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এআরবি