কারাগারে এক হাজতির হামলায় অপর হাজতির মৃত্যু
জামালপুর জেলা কারাগারে থুথু ফেলা নিয়ে দুজন হাজতির মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. হযরত (২৫) নামে একজন হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। এর আগে বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বকশীগঞ্জ থানার অধিনে মামলার আসামি ছিলেন। অভিযুক্ত অপর হাজতির নাম মো. রহিদুর মিয়া (৪০)। তিনি বকশীগঞ্জ উপজেলার কামালপুরের বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।
বিজ্ঞাপন
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কারাগারের ভেতরে কাশি ও থুথু ফেলা নিয়ে হযরতের সঙ্গে হাজতি রহিদুর মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রহিদুর মিয়া একটি কাঠ দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর কয়েকবার আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কারাগার কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেদিনই তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলার লিপি রানী সাহা বলেন, হযরতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপর হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
মুত্তাছিম বিল্লাহ/এআরবি