ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে ১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরার কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

দুপরে ভালুকা উপজেলার ১ নম্বর উথুরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি।

এআরবি