ছবি : (বাম থেকে) স্ত্রী ইউপি সদস্য পেয়ারা খাতুন ও স্বামী যুবদল নেতা আব্দুল আলীম।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম পেয়ারা খাতুন। তিনি শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার স্বামী আব্দুল আলীম হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের আব্দুল আলীম প্রথম স্ত্রী থাকা অবস্থায় চাপ সৃষ্টি করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। অন্যদিকে পেয়ারা খাতুন আগেও একবার বিয়ে করেছিলেন এবং তিনি প্রথম স্বামীকে তালাক দেন। বিয়ের পর ধীরে ধীরে আলীম পেয়ারার কাছ থেকে ১৭ লাখ টাকা নেন। এরপর থেকেই দাম্পত্যে বিরোধ দেখা দেয় এবং পেয়ারার ওপর নির্যাতন শুরু হয়।

এ নিয়ে গ্রাম্য সালিসও হয়েছিল। তবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে শ্বাসরোধে হত্যার পর আলীম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঢাকা পোস্টকে বলেন, আলীম দুজন স্ত্রীকে নিয়ে একই বাড়িতে থাকতেন। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ঘটনাই মনে হচ্ছে। আলীম তার আরেক স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নাজমুল হাসান/এআরবি