ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে তামান্না পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় কদে বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এছাড়া হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামে আরেকজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে এবং একই দিন বিকালে হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত কদে বেগম শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী। অপর নিহত রবজেল মৃধা হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ারঘাটা গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভার চরমুরারিদহ গ্রামে এসেছিলেন কদে বেগম। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিজ্ঞাপন
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত করার কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার তেলটুপি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকালে কৃষক রবজেল বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলটুপি ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হরিণাকুণ্ডু থানায় নিয়ে যায়।
হরিণাকুণ্ডু থানার শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে নিহতের পরিবার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে আসতে পারলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আব্দুল্লাহ আল মামুন/এআরবি