খুলনার তিন হাসপাতালে ৬ জনের মৃত্যু
খুলনার পৃথক তিনটি হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে খুলনা করোনা হাসপাতালে একজন, গাজী মেডিকেল হাসপাতালে তিনজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় নগরীর সদর থানা এলাকার আসমা (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৪৮ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ৯৭ জন, ইয়ালোজোনে ১২ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।
খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নড়াইলের কালিয়ার দীন মোহম্মদ (৮০) ও বাগেরহাটের গোয়ালখালী এলাকার সুলতান হাওলাদার (৬৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছে ৬৫ জন। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।
বিজ্ঞাপন
গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সাতক্ষীরার কলারোয়ার জেসমিন (২৬), শ্যামনগরের মো. আলী (৫৮) ও যশোরের কেশবপুরের আজিজ (৬৫)।
তিনি জানান, হাসপাতালে ৯৭ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে ৫ জন এবং এইচডিইউতে ৯ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩০ জন ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। এ ছাড়া হাসপাতালের আরটি পিসিআর মেশিনে ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজিটিভ এসেছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার রাতে খুমেকের পিসিআর মেশিনে ৫৬৩ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১০ জন, যশোরে ৬ জন, সাতক্ষীরায় ৪ জন, পিরোজপুরে ১ জন, নড়াইলের ১ জন ও ঝিনাইদহের একজন রয়েছেন। খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৩ শতাংশ।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনার ৮৬৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ২৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়, যা মোট নমুনা পরীক্ষার ২৯ শতাংশ।
মোহাম্মদ মিলন/এনএ