সিরাজগঞ্জে হঠাৎ করেই যেন অনেকটা বেড়েছে কোভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্তের সংখ্যা। গত তিন দিনে জেলায় ৫২০ জনের নমুনা পরীক্ষা করে স্বাস্থ্যকর্মীসহ ১১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩০ শতাংশ। এদের মধ্যে বলরাম নামের একজন মারা গেছে।

আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরে ৫৬, কাজিপুরে ১৮, রায়গঞ্জে ৭, কামারখন্দে ৭, বেলকুচিতে ৭, শাহজাদপুরে ৭, উল্লাপাড়ার ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স নাজিয়া জাহান (২৫), লিপিয়ারা খাতুন (৩৮), শাহিদা খাতুনসহ (৩৮) ১৩ জন।

এদের মধ্যে ২৩ জুন শাহজাদপুর উপজেলার চালা শাহজাদপুর গ্রামের বলরাম সাহা (৮০) নামের একজন মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়।

তিনি বলেন, তিন দিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২০ জনের। এর মধ্যে ১১৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে বলা হয়েছে।

শুভ কুমার ঘোষ/এমএসআর