দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ) রাতে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, 'দ্যা রেড জুলাই' এর কুড়িগ্রাম জেলার আহ্বায়ক সাজ্জাদ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কুড়িগ্রামসহ যে সকল সীমান্তবর্তী জেলা রয়েছে সেই সকল জেলার মানুষদের এরকম নির্যাতন, অত্যাচার, জুলুম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ না করেন বাংলাদেশের জনগণ যদি বিস্ফোরিত হয় তাহলে আবারও বড়াইবাড়ির মতো একটি ঘটনা আপনারা দেখতে পারবেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা বন্ধসহ দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিজ্ঞাপন
মমিনুল ইসলাম বাবু/এমএএস