নোয়াখালীর জেলা শহরে বিআরটিসির দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সোনাপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) আরিফুর রহমান তুষার বাদী হয়ে সুধারাম মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (৩ ডিসেম্বর) রাত ২টা ৩৪ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা রশি দিয়ে দেয়াল টপকে সোনাপুর বিআরটিসি বাস ডিপোর ভেতরে প্রবেশ করে। এরপর তারা প্রথমে দ্বি-তল বাসটিতে আগুন দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশেই থাকা বাসটিও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আগুন লাগার পর ডিপোর নিরাপত্তা প্রহরী, অন্যান্য স্টাফ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দুটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি বাসের ডান পাশ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩ ডিসেম্বর) রাত প্রায় ২টা ৩০ মিনিটে হঠাৎ ডিপো এলাকায় আগুনের শিখা দেখা যায়। তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ১০–১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে ফোম থাকার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী বাস দুটি ভস্মীভূত হয়ে যায়।

বিআরটিসি সোনাপুর বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) আরিফুর রহমান তুষার ঢাকা পোস্টকে বলেন, অজ্ঞাত ব্যক্তিরা রশি দিয়ে ডিপোতে ঢুকে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে। সারাদিন ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। সরকারি বিভিন্ন সংস্থার লোকজন এসেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা খুবই ভুল করেছে। তাদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সকালে আমার বক্তব্যে কিছু সংশোধন রয়েছে। আমার আজ বদলি হওয়ার কথা। নতুন কর্মকর্তা দায়িত্ব নিবেন। তিনি খুবই দক্ষ ও অভিজ্ঞ। তিনি এ মামলাটি নিয়ে কাজ করবেন। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হোক। বিআরটিসি যেভাবে সুনামের সাথে সেবা দিচ্ছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোমায়রা ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর শুনেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।আগুনে দুটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ দেয়াল টপকে ডিপোর ভেতরে প্রবেশ করে বাসগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিআরটিসির বাসে এই নাশকতামূলক অগ্নিসংযোগে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে শিগগিরই অতিরিক্ত তথ্য জানানোর কথা জানিয়েছে পুলিশ।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঢাকা পোস্টকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার আবেদন পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছি। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আমরা সেটা পর্যবেক্ষণ করতে শুরু করেছি। এ বিষয়ে দ্রুত একটা ফলাফল পাব বলে আমরা আশা করি। 

হাসিব আল আমিন/আরকে