ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর, সচিব জীবন
ছবি : বাম থেকে- আহ্বায়ক সাইদুর, সদস্য সচিব জীবন
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে সাইদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে আশিকুর রহমান জীবন মনোনীত হয়েছেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন দিয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় ঝিনাইদহে নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম।
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে তাশদীদ হাসান আসিফ ও তৌফিক আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে সোহাগ হোসেন ও মেশতাক আলী, মুখ্য সংগঠক পদে মো. মীর রাকিব, যুগ্ম মুখ্য সংগঠক পদে জুনায়েদ আহমেদ রাজু, মুখপাত্র ও সহকারী মুখপাত্র পদে শানমুন হাসান রাসিব এবং সুরাইয়া আক্তার মনোনীত হয়েছেন।
বিজ্ঞাপন
আব্দুল্লাহ আল মামুন/এআরবি