মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লাকে বাদ দিয়ে নাদিরা আক্তারকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধ ও মশাল মিছিল করেছে কামাল গ্রুপের নেতাকর্মীরা। এসময় প্রায় দুই ঘণ্টা এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কর্মসূচি চলে। শিবচর উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় মশাল মিছিলসহ অবস্থান নিয়ে অবরোধে অংশ নেন বিএনপির মনোনয়নবঞ্চিত শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লার কর্মী ও সমর্থকরা।

জানা যায়, মাদারীপুর-১ (শিবচর) আসনে গত ৩ নভেম্বর শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান মোল্লাকে বিএনপি মনোনয়ন দেয়। পরদিন ৪ নভেম্বর অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়। এরপর গত বৃহস্পতিবার এ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে নতুন করে মনোনয়ন দেয় দলটি। এই মনোনয়ন প্রত্যাহার করে কামাল জামান মোল্লাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে শনিবার সন্ধ্যা ৫টা থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোল্লা সাজুর নেতৃত্বে কামালের অনুসারীরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা এলাকায় মহাসড়ক অবরোধ করে মশাল মিছিল করেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাত ৭টার দিকে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় বিক্ষোভকারী সমর্থকরা বলেন, কামালকে মনোনয়ন ফেরত না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বেন না। পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আকাশ আহম্মেদ সোহেল/এআরবি