বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ
গাজীপুর-১ আসনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্প ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের রাখালিয়াচালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সদস্য সচিব ইসরাক সিদ্দিকীর সমর্থকরা বিক্ষোভ মিছিলের ডাক দেন। পূর্বঘোষিত এ কর্মসূচি চলাকালে হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
মনোনয়ন বঞ্চিত ইসরাক সিদ্দিকী দাবি করেন, গাজীপুর-১ আসনের মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তার ধারাবাহিকতায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় হাতে-নাতে কয়েকজনকে আটক করা হয় বলেও তিনি জানান।
অন্যদিকে মজিবুর রহমান জানান, তিনি শান্তিপূর্ণভাবে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। প্রচারণায় বাধা সৃষ্টি ও নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করতে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়েছে। এতে তারও কয়েকজন কর্মী আহত হয়েছেন।
বিজ্ঞাপন
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী আইনগত পদক্ষেপ চলছে।
এআরবি