করোনা পরিস্থিতিতে সাতক্ষীরায় লকডাউনের মধ্যে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। বাড়িতে বাড়িতে গিয়ে এসব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল জানান, করোনা পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষরা সব থেকে বেশি বিপাকে পড়েছেন। তাদের অনেকের বাড়িতে খাদ্যসামগ্রী ফুরিয়ে গেছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ী জুনায়েদ হোসেন লস্কর, হোসেন বায়রন ও জাকির হোসেন লস্কর শেলীর অর্থায়নে রান্না করা খাবার ২৫০ পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে। সাতক্ষীরায় লকডাউন পরিস্থিতি চলাকালে প্রতিদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় সাতক্ষীরা জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, সদর উপজেলা ছাত্রসমাজের সভাপতি কায়মুজ্জামান পাভেল, ছাত্রসমাজের নেতা মনোয়ার হোসেন রুমি, দীপ্ত, গনেশ, রাজু, নাহিদুর রহমান রিমন, রকি, তৌফিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/আরএআর