কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার জাদুরচর ইউনিয়নের কর্তিমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—কর্তিমারী এলাকার শাহজাহানের ছেলে শাহবাব মণ্ডল (২) ও দিগলাপাড়া এলাকার আবু তালেবের ছেলে আবু তোহা মণ্ডল (৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাদুরচর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. সরবেশ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক।
বিজ্ঞাপন
রৌমারী থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহনেয়াজ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
মমিনুল ইসলাম বাবু/এএমকে