আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় রাজশাহী বিভাগের ৭টি জেলার বিভিন্ন আসনে প্রার্থী দেয় দলটি। তবে এই তালিকায় রাজশাহী জেলার কোনো আসনে প্রার্থী দেয়নি এনসিপি। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

ঘোষণাকৃত আসনের মধ্যে জয়পুরহাটের দুটি আসন, পাবনা, বগুড়া ও চাঁপাইনবয়াবগঞ্জের একটি করে, নওগাঁর পাঁচটি, নাটোরে দুই আসন এবং সিরাজগঞ্জে চারটি আসনে প্রার্থী দিয়েছে এনসিপি। 

এনসিপির ঘোষণাকৃত তালিকায় রয়েছে, জয়পুরহাটের দুটি আসনে দেওয়া প্রার্থীদের মধ্যে জয়পুরহাট-১ আসনে গোলাম কিবরিয়া ও
জয়পুরহাট-২ আসনে আবদুল ওয়াহাব দেওয়ান কাজল। এছাড়া বগুড়া-৬ আসনে আব্দুল্লাহ-আল-ওয়াকি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মু. নাজমুল হুদা খান (রুবেল খান), নওগাঁ-১ আসনে কৈলাশ চন্দ্র রবিদাম, নওগাঁ-২ আসনে মো. মাহফুজার রহমান চৌধুরী, নওগাঁ-৩ আসনে পরিমল চন্দ্র (উরাও), নওগাঁ-৪ আসনে মো. আবদুল হামিদ, নওগাঁ-৫ আসনে মনিরা শারমিন।

অপরদিকে, নাটোর-২ আসনে আব্দুল মান্নাফ, নাটোর-৩ আসনে অধ্যাপক এস এম জার্জিস কাদির, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের, সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, পাবনা-৪ আসনে অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদকে প্রার্থী হিসেবে দেয় দলটি। 

প্রসঙ্গত, বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ জন মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শাহিনুল আশিক/আরকে