সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৩ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল থেকে শুক্রবার (২৫ জুন) বেলা ১১টা পর্যন্ত মারা গেছেন- কালীগঞ্জ উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের ফতেমা খাতুন (৬০), সাতক্ষীরা সদরের আমতলা এলাকার রহিমা বেগম (৬০), কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মাছুমা বেগম (৪২), শহরের মুনজিরপুর এলাকার সিরাজুল হক (৭০), দেবহাটা উপজেলার হিজলডাঙ্গা গ্রামের শংকর অধিকারী ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন। এদের মধ্যে ফাতেমা খাতুন করোনা পজিটিভ ছিলেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৬৪ জন এবং উপসর্গে মারা গেলেন ৩০৫ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শনাক্ত হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী। এদের মধ্যে ২৬ জন করোনা পজিটিভ এবং বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে সাতজন ও বেসরকারি হাসপাতালে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এদের মধ্যে একজন করোনা পজিটিভ এবং বাকিদের উপসর্গ ছিল।

আকরামুল ইসলাম/এসপি