ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গিস স্কয়ার হয়ে শাপলা চত্বর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইঁয়া বলেন, শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচন বানচাল করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে একের পর এক গুপ্ত হামলা চালাচ্ছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে এবং একটি বিদেশি চক্র, তারা দেশের একটি গুপ্ত সংগঠনকে ব্যবহার করে হত্যা ও সন্ত্রাসের রাজনীতি চালাচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও বিএনপি কখনো হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না। যারা এতদিন আওয়ামী লীগের লুঙ্গির নিচে লুকিয়ে ছিল, তারা এখন প্রকাশ্যে এসে বিদেশি শক্তির সহযোগিতায় নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ওয়াদুদ ভুইঁয়া অভিযোগ করে বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, যাতে ভোট বাতিল হয়ে যায়। এ দেশের তিনটি প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। কোনো ষড়যন্ত্রই জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।

তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাথ বীথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শাহজাহান/আরকে