ভুল চিকিৎসায় বুয়েটের সাবেক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার অধ্যাপকের সঙ্গে মেহেদী হাসান (বাঁমে)
ভুল চিকিৎসায় বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) সাবেক শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২২ জুন কুমিল্লা নগরীর সিডি প্যাথ হসপিটালের আইসিউতে মারা যান তিনি। তিনি কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় পিএইচডি গবেষণারত ছিলেন।
মেহেদীর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করতে শুক্রবার (২৫ জুন) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
বিজ্ঞাপন
কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়াকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হচ্ছেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন ও কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. অমৃত দেবনাথ।
শিক্ষার্থী মেহেদী হাসানের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া গ্রামে। বাবা সার্জেন্ট আলী আক্কাস ও মা বেগম লুৎফন নাহারের তিন সন্তানের মধ্যে বড় ছিলেন মেহেদী হাসান।
বিজ্ঞাপন
বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে নানা বিষয়ে গবেষণা করে বিশ্বব্যাপী বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। অকালে আদরের ছেলেকে হারিয়ে বাবা-মা দুজনেই অসুস্থ হয়ে গেছেন, ভালো করে কথাও বলতে পারছেন না তারা।
জানা যায়, ২০ জুন পাইলসের অপারেশন করানোর জন্য বন্ধুকে নিয়ে গোমতী হসপিটালে যান মেহেদী। হাসপাতালের খণ্ডকালীন চিকিৎসক ও ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি কনসালটেন্ট ডা. আবু বকর ছিদ্দিক তার অপারেশন করেন। কিন্তু অপারেশেনের পর মেহেদীর পেটে তীব্র ব্যথা শুরু হয়।
দায়িত্বরত ডাক্তার ব্যথার জন্য তাকে ওষুধ ও ইঞ্জেকশন দিয়ে দেন। কিন্তু কোনোভাবেই ব্যথা ভালো হচ্ছিল না। ২০ ও ২১ জুন দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ব্যথা আরও বাড়তে থাকে। তখন ডা. আবু বকর হাসপাতালে ছিলেন না। নার্স ও ডাক্তার পরিবারকে জানায়, রোগীর অবস্থা খারাপ। দ্রুত আইসিউতে নিতে হবে।
তখন ডা. আবু বকর ছিদ্দিকের পরামর্শে ২১ জুন রাত সাড়ে ১১টায় সিডি প্যাথ হসপিটালের আইসিউতে ভর্তি করানো হয়। পরবর্তীতে, ২২ জুন দুপুরের দিকে আলট্রাসনোগ্রামের মাধ্যমে পূর্ববর্তী অপারেশনে ভুল ধরা পড়লে রোগীকে দ্বিতীয় বার অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়। কিন্তু অপারেশনের পর রোগীর জ্ঞান আর ফেরানো যায়নি। ওই দিন বিকেলেই মেহেদী হাসান মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত মেহেদীর চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাই এখন এই বিষয়ে মন্তব্য করব না। তদন্ত রিপোর্টে বিস্তারিত জানতে পারবেন।
কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন, প্রাথমিকভাবে গোমতী হাসপাতাল পরিদর্শন করা হয়েছে। আগামী রোববার থেকে ৭ কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়।
তদন্ত কমিটির প্রধান কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বলেন, তদন্ত কমিটি গঠনের খবর জেনেছি। কিন্তু অফিসিয়ালি আমার হাতে এখনও তদন্ত কমিটির কোনো ফাইল আসেনি।
উল্লেখ্য, বুয়েট থেকে পাস করার পর স্কলারশিপ নিয়ে কানাডার দ্য ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় পিএইচডি ডিগ্রি নিয়ে গবেষণারত ছিলেন। গত বছরের মে মাসে তিনি দেশে আসেন। অনলাইনে গবেষণার বিষয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তিনি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০০৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।