পরিত্যক্ত বাড়িতে মিলল ২০০ বস্তা সরকারি গম
নাটোরের লালপুরে খাদ্যগুদাম-সংলগ্ন পরিত্যক্ত একটি বাড়িতে অভিযান চালিয়ে ২০০ বস্তা সরকারি গম উদ্ধার করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও জেলা খাদ্যনিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমার উপস্থিতিতে উদ্ধার করা গম পুনরায় খাদ্যগুদামে মজুদ করা হয়।
শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই গম উদ্ধার করা হয়। জানা যায়, লালপুর খাদ্যগুদাম কর্মকর্তা রফিকুল ইসলাম ২০০ বস্তা সরকারি গম গোপনে পরিত্যক্ত বাড়িতে সরিয়ে রেখেছেন- এমন খবরে দুপুরে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আকতার বলেন, শুক্রবার দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গুদামে এসে পার্শ্ববর্তী ভবনের একটি ঘর থেকে ২০০ বস্তা গম উদ্ধার করা হয়। গমগুলোর নমুনা সংগ্রহ করে গুদামজাত করা হয়েছে।
বিজ্ঞাপন
খাদ্য কর্মকর্তা রবীন্দ্র লাল চাকমা বলেন, গুদামের বাইরে গম রাখতে হলে নিয়ম অনুযায়ী খাদ্য বিভাগকে অবহিত করে অনুমতিপত্র নিতে হয়। এক্ষেত্রে আমাকে অবহিত করা হয়নি। বিষয়টি খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাপস কুমার/এমএসআর
বিজ্ঞাপন