‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ হওয়ার পর সারাদেশে চলমান প্রতিবাদ কর্মসূচির মধ্যে তার নলছিটির বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করেছে ঝালকাঠি জেলা পুলিশ। 

‎ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদির বাড়িতে রোববার (১৪ ডিসেম্বর) থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়। চুরির ঘটনার পর ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। ঘটনার পরপরই পরিবারের সদস্যরা ঢাকায় তার পাশে অবস্থান করতে চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালা ভেঙে তার গ্রামের বাড়িতে চুরি করে। 

‎এ ঘটনার পর ঝালকাঠির নলছিটিসহ দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

‎নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না বলেন, ওসমান হাদি আমার খুব কাছের মানুষ। তার মধ্যে ছোটবেলা থেকেই অগাধ দেশপ্রেম দেখেছি। আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছি এবং গুলিবর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন বলেন, শরিফ ওসমান হাদি শুধু নলছিটির নয়, সারা দেশের সম্পদ। তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক। আমরা আট দলের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছি। হামলাকারীদের গ্রেপ্তার করায় কোন রকম কাল ক্ষেপণ করা হলে আরও কঠোর কর্মসূচি দিবো আমরা।

‎ওসমান হাদির প্রতিবেশী শাহাদাত আলম ফকির বলেন, হাদির পরিবার একটি ধার্মিক ও সৎ পরিবার। তিনি নিজেও স্পষ্টবাদী ও নীতিবান মানুষ। দেশের পক্ষে কথা বলার কারণেই আজ তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

‎নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম বলেন, ওসমান হাদির বাড়িতে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পালাক্রমে চারজন পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবেন।

‎অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়েজিদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, চুরির ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

‎এদিকে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গত শুক্রবার বিকেল থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদসহ আরও অনেকে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে। তাছাড়া ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ও সদর উপজেলার কেওরা ইউনিয়ন ছাত্রদল হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে।

শাহীন আলম/আরএআর