ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট-২ (কচুয়া ও সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মো. মোত্তালেব হোসেনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জামায়াতে ইসলামী নেতা অধ্যাপক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বিভিন্ন দল ও মতের প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা আশা করি, সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ আবু তালেব/এআরবি