শরীয়তপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন
শরীয়তপুর সদর উপজেলার আংগারীয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিজয় দিবসের আগের রাতে কে বা কারা আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি আ. মান্নান খানের পরিবার।
পরিবারের সদস্যরা জানান, বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধে লড়াই করেন। ২০১০ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। মৃত্যুর পর পরিবারের বসতঘরের পাশে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান খানের দুই ছেলে দুই মেয়ে। তিনি মারা যাওয়ার পর স্ত্রী মাহফুজা বেগম এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নিয়ামতপুর গ্রামে বসবাস করেন।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা আ. মান্নানের কবরের ওপর কাঠ জ্বালিয়ে আগুন দেয়। মঙ্গলবার পরিবারের সদস্যরা কবরের পাশে গিয়ে ছাই ও পোড়া কাঠের চিহ্ন দেখতে পান। তখনই বিষয়টি স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয়।
মুক্তিযোদ্ধা মান্নানের স্ত্রী মাহফুজা বেগম বলেন, আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছেন। তার কবরের সঙ্গে এমন অবমাননা কেউ কীভাবে করতে পারে? বিজয়ের মাসে এমন ঘটনায় আমরা পুরো পরিবার ভেঙে পড়েছি। এর বিচার চাই।
বিজ্ঞাপন
শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল জলিল সিকদার বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার কবর অবমাননার খবর আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।
সদর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, কবরে আগুন দেওয়া মানে একটা মানুষের ওপর আগুন দেওয়া। আমরা বিষয়টি দেখব।
এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নয়ন দাস/এমএএস