ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ। ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার বিষয়টি সামনে রেখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিজেই প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাসুদুজ্জামান মাসুদ। এ সময় তিনি জানান, দল যাকে এ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে, তিনি তার পক্ষেই সক্রিয়ভাবে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে দলের কোনো চাপ, নির্দেশনা বা হুমকি নেই। তার ভাষায়, ‘এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতিতে একটি নেগেটিভ পরিবেশ তৈরি হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে আমার পরিবার- এ কারণেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ব্যক্তিগতভাবে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু সেই আস্থার প্রতিদান দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি। এটা আমার জন্য তীরে এসে তরী ডোবার মতো। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ বলেন, সংসদ সদস্য না হয়েও সমাজ ও মানুষের জন্য কাজ করা সম্ভব। নির্বাচনী প্রচারণার সময় বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেছি।  নির্বাচনী এলাকার বাইরেও মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব। 

দল যদি তার সিদ্ধান্ত গ্রহণ না করে পুনরায় মনোনয়ন বহাল রাখে- এমন সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমার দল আমাকে কোনো ধরনের চাপ প্রয়োগ করবে না।

মেহেদী হাসান সৈকত/আরএআর