সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার ও করিচের পুলের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জিহাদ (২০) নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ ফতুল্লা এলাকার নুরুল হক নুরার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, এশিয়া ট্রান্সপোর্ট নামে একটি পর্যটকবাহী বাস গোয়াইনাঘাট উপজেলার জাফলং পর্যটন এলাকায় যাচ্ছিল। পথে হরিপুর বাজার ও করিচের পুলের মাঝামাঝি স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ডিআই পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাস ও পিকআপে থাকা বহু যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা ও তামাবিল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মাসুদ আহমদ রনি/আরকে