পাওনা টাকা চাইতে গিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
ছবি : বাম থেকে- গ্রেপ্তার সবুজ আকন ও নিহত সরোয়ার হাওলাদার
পটুয়াখালীর ইটবাড়িয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে রড দিয়ে পিটিয়ে সরোয়ার হাওলাদার (৪০) নামে এক ব্যাক্তিকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সবুজ আকনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকা থেকে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সবুজ আকন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের মৃত কাদের আকনের পুত্র। এর আগে গত ১৩ নভেম্বর বানিয়াকাঠী গ্রামে পাওনা টাকা চাইতে গেলে ঘাতকদের রডের আঘাতে গুরুতর আহত হন সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজানা গ্রামের গনি হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার। পরে শুক্রবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতের ভাই দেলোয়ার হাওলাদার বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিচার দাবিতে গত ২৩ নভেম্বর (রোববার) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক গ্রামবাসীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যাব জানায়, দেলোয়ার হাওলাদারের দায়ের করা মামলার প্রেক্ষিতেই তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, সবুজ আকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এআরবি