নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যগুলো নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সেনবাগ থানার একজন, বেগমগঞ্জ মডেল থানার ৪ জন, সুধারাম মডেল থানার ২ জন, কবিরহাট থানার ২ জন, কোম্পানীগঞ্জ থানার একজন, চরজব্বর থানার ২ জন ও হাতিয়া থানার একজন।
বিজ্ঞাপন
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি উপজেলায় কঠোর নজরদারি এবং অভিযান জোরদার করা হয়েছে। এই অভিযান দেশের বিভিন্ন জেলায় চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার ঢাকা পোস্টকে বলেন, চলমান ‘ডেভিল হান্ট অপারেশন—ফেজ-২’-এর অংশ হিসেবে সেনবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. বারী ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৭ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত ২৪ ঘণ্টায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আওয়ামী লীগের সক্রিয় কর্মী সমর্থক। এর আগের দিন ৪ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
হাসিব আল আমিন/আরকে