হারুনুর রশীদ
গত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ হারুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মো. হারুনুর রশীদ হারুন বলেন, নির্বাচন কমিশনের আইন মেনেই এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেই আমি মনোনয়নপত্র উত্তোলন করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, জাতির ক্রান্তিলগ্নে এই নির্বাচন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত ১৫ বছর ভোটাররা উৎসবমুখর পরিবেশ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। প্রার্থীরাও স্বাচ্ছন্দে ও আনন্দমুখর পরিবেশে প্রচার প্রচারণার কার্যক্রম পরিচালনা করতে পারেনি। আশা করি আগামী সংসদ নির্বাচন সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনে হাদিকে হত্যার উদ্দেশ্য যারা চক্রান্ত ও ষড়যন্ত্র করেছে- এর গভীরে যারাই থাকুক না কেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নাশকতা বা সহিংসতা করার চেষ্টা করে তাহলে সরকারকে শক্ত নজরদারি মধ্যে রাখার আহ্বান জানাচ্ছি।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির এই প্রার্থীর সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ প্রমুখ।
বিজ্ঞাপন
আশিক আলী/আরএআর