গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা টার্মিনালের পূর্ব পাশে এ ঘটনা। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পল্লীবিদ্যুতের খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি চুরির উদ্দেশ্যে আসে চোর চক্রের সদস্যরা। এ সময় বিদ্যুতের কিছু তার কাটলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক চোর মারা যায়। সকালে পথচারীরা বিদ্যুতের তার কাটাছেঁড়া অবস্থায় দেখতে পেয়ে এগিয়ে গেলে মরদেহটি দেখতে পান।
বিজ্ঞাপন
কালিয়াকৈর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছে। তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আরএআর
বিজ্ঞাপন