গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা গেছেন। শনিবার (২৬ জুন) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন। 

মৃতরা হলেন- নওগাঁর আব্বাস উদ্দিন (৭০) ও পারভীন (৫০) এবং জয়পুরহাটের আসাদুজ্জামান (৬৫)।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৩ দশমিক ০৪ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৬ জন। নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে সদরের ৪১ জন, শেরপুরের সাতজন, কাহালুর তিনজন, সোনাতলার তিনজন এবং নন্দীগ্রামের দুইজন রয়েছেন। আগের দিন জেলায় ২৯৭ নমুনায় ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ডা. তুহিন আরও জানান, শুক্রবার (২৫ জুন) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩২টি নমুনায় ৫০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ নমুনায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলেন ১৩ হাজার ৩৩২ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৯০ জন। এ ছাড়া নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭১ জন এবং বর্তমানে চিকিৎসাধীন 
 রয়েছেন ৫৭১ জন।

এদিকে করোনার বিস্তার রোধে বগুড়া সদর উপজেলা ও পৌর এলাকায় চলমান কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়েছে জেলা প্রশাসক। পাশাপাশি ২৫টি হাট-বাজার উন্মুক্ত স্থানে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সাখাওয়াত হোসেন জনি/এসপি