প্রতীকী ছবি : এআই

রাজবাড়ীতে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সুরাইয়া। তিনি ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজ‌নরা জানান, ভোরে সুরাইয়া ঘুম থেকে উঠে তার শাশুড়ির সঙ্গে ফজরের নামাজ পড়েন। এরপর তার শাশুড়ি প্রতিদিনের মতো হাঁটতে বের হন। আর সুরাইয়া বাড়ির উঠান ঝাড়ু দিতে থাকে। প‌রিবা‌রের অন্য সদস্যরা তখনও ঘুমে ছিল। তবে শাশু‌ড়ির হাঁটা শেষে বাড়ি এসে সুরাইয়াকে খুঁজতে থাকে। পরে তারা বা‌ড়ির খ‌ড়ির ঘরে গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখেন। এরপর পু‌লিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয় এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে