মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে শহরের নিজ নান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাগুরা শহরের নিজ নান্দুয়ালী গ্রামের ইমরান শেখের ছেলে রবিন (১৯), রায়হান (২৩) এবং জয়পুরহাটের পাঁচবিবি এলাকার বাসিন্দা (বর্তমানে ইসলামপুর এলাকার ভাড়াটিয়া) মো. শাহিন হাসানের ছেলে হাসিবুল (২০)।

পুলিশ জানায়, গত ৬ ডিসেম্বর (শুক্রবার) গভীর রাতে মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের একটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার পুড়ে যায়। পাশাপাশি রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের কক্ষে থাকা মূল্যবান দলিল ও স্ট্যাম্পও আগুনে ভস্মীভূত হয়।

ঘটনার পর সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানা-পুলিশ যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নাশকতার কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন—জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে একটি চক্র পরিকল্পিতভাবে এই কর্মকাণ্ড চালিয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতি নিষিদ্ধ একটি সংগঠনের মদদে এবং অর্থের বিনিময়ে তারা এসব অপরাধে জড়িত। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। সরকারি সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কোনো ধরনের আপস করবে না।

তাছিন জামান/এএমকে