বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাটোর জেলাজুড়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় আয়োজিত সংবর্ধনায় যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। জেলা সদরসহ নলডাঙ্গা, লালপুর, বাগাতিপাড়া, সিংড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকট এড়াতে এবং রাস্তায় ভিড়ের কথা চিন্তা করে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে আগেভাগেই ঢাকার পথ ধরেছেন। কেউ কেউ ইতোমধ্যেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান নিয়েছেন। তবে দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বড় ধরনের প্রস্তুতি।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, তারেক রহমানকে বরণ করতে নাটোর থেকে অন্তত ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যাতায়াতের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ৫২টি ইউনিয়নের নেতাকর্মীদের জন্য ১৩০টি বাস ভাড়া করা হয়েছে। এছাড়া বাসের সংকট থাকায় দলীয়ভাবে আরও ২০০টি হায়েস ও মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে।

নেতাকর্মীদের ঢাকায় নেওয়া প্রসঙ্গে আসাদুজ্জামান আসাদ আরও বলেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু কেবল নাটোরের নেতাকর্মীদের জন্য একটি বিশেষ ট্রেন বরাদ্দ করতে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে আশ্বাস দিলেও শেষ মুহূর্তে ট্রেন দিতে অপারগতা প্রকাশ করে। ফলে সড়কপথেই নেতাকর্মীদের ঢাকায় নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক পলক দেখতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পরিবহন সংকট থাকায় চাহিদা অনুযায়ী বাস পাওয়া যাচ্ছে না। তবুও আমরা সাধ্যমতো ব্যবস্থা করেছি। রাস্তায় চাপের কথা চিন্তা করে আগামীকাল বাসগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। ঢাকায় বাস পার্কিংয়ের জন্য উত্তরায় একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। নেতাকর্মীদের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নাটোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু বলেন, প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কর্মীদের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পরিবহন সংকটের মধ্যেও আমরা বাসের ব্যবস্থা করেছি। বাসগুলো আগামীকাল রওনা হবে, তবে অনেকেই আজ নিজ উদ্যোগে ঢাকার পথে রওনা হয়েছেন।

জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা জানান, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা ঢাকায় যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নাটোরের নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

আশিকুর রহমান/আরকে