খালেদা জিয়ার ভাগনে তুহিনের আসনে জোটের প্রার্থী মঞ্জুরুল ইসলাম
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপন ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তবে জোটগত সমঝোতার কারণে আসনটি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ছেড়ে দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কলামদারপাড়া গ্রামে। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন তিনি। তবে গ্রামে স্বজনরা রয়েছে। এ আসনে অনেক আগে থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে তিনি প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ।
অপরদিকে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দলীয় প্রার্থী না করায় হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীসহ সমর্থকরা। তারা বলছেন, প্রার্থী নির্বাচনে ভুল হয়েছে। এ নিয়ে কিছু সংখ্যক নেতাকর্মীকে বিভিন্ন স্থানে বিক্ষোভ করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
তুহিন চৌধুরী ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঘষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন তিনি। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর তিনি দেশে ফিরে গণসংযোগ শুরু করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাড়া জাগে।
এ আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়েছেন রাশেদুজ্জামান রাশেদ।
আরএআর