দেশে ফিরবেন তারেক রহমান
সংবর্ধনা দিতে কলাপাড়া থেকে ঢাকায় যাচ্ছেন ১৫ হাজার নেতাকর্মী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় যাচ্ছেন প্রায় ১৫ হাজার নেতাকর্মী। তবে এ যাত্রার জন্য কোনো রিজার্ভ গাড়ি বা লঞ্চের ব্যবস্থা করা হয়নি। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সবাই নিজ নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছাবেন।
আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে। প্রায় ১৭ বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। এ উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
কলাপাড়া উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। কেউ কেউ নৌপথ ও সড়কপথ মিলিয়ে যাত্রা করছেন। গতকাল থেকেই নেতাকর্মীরা ঢাকামুখী যাত্রা শুরু করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কোটি মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। তারই ধারাবাহিকতায় কলাপাড়া-রাঙ্গাবালী এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ঢাকায় যাচ্ছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্ন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে কলাপাড়া উপজেলা থেকে ঢাকার উদ্দেশে নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে যাত্রা শুরু করেছেন।
এসএম আলমাস/এআরবি