ডাচ বাংলা ব্যাংকের বুথ ভেঙে ভল্ট চুরি, মিলল পুকুরে
নীলফামারীতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে ভল্ট চুরির পর সেটি একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নটখানা এলাকার পুলিশ লাইন্স এলাকার একটি পুকুর থেকে ভল্টটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে। ওইদিন দুর্বৃত্তরা বুথে প্রবেশ করে ভল্টটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভল্টে কোনো টাকা ছিল না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিং অন্যান্য কাগজপত্র ছিল সেখানে।
বিজ্ঞাপন
ডাচ বাংলা ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম বলেন, ভল্টটি আমাদের। গেল রাতে দুর্বৃত্তরা এটিএমে প্রবেশ করে ভেঙে নিয়ে যায়। তবে ওই ভল্টে কোনো টাকা ছিল না।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোনো টাকা ছিলো না। দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
নীলফামারী/এমএএস