রাবির ‘আওয়ামীপন্থী’ ডিনদের অপসারণে জাবির বিএনপিপন্থী শিক্ষকদের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী ৬ ডিনের চাপ প্রয়োগ করে অপসারণের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর), রাত সোয়া এগারোটার দিকে ফোরামের ফেসবুক অ্যাকাউন্ট ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি’ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে একটি বিবৃতি প্রদান করে সংগঠনটি।
বিজ্ঞাপন
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের আমলে দায়িত্ব পাওয়া ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয় ১৭ ডিসেম্বর। এর মধ্যে প্রশাসন তাঁদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ‘আওয়ামী লীগপন্থী’ এই ডিনদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।পরবর্তীতে রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় ডিনের সবার পদত্যাগের দাবিতে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। পরে এ বিষয়ে সন্ধ্যায় ডিনদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভা থেকে ডিনদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।
বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে 'কথিত আন্দোলন' আখ্যা দিয়ে ছয়জন ডিনকে অপসারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে সংগঠনটি।
বিজ্ঞাপন
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীনের সই করা বিবৃতিতে বলা হয়, 'এই ঘটনা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে পরিকল্পিতভাবে শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্ন করা, প্রশাসনিক কাঠামোকে ভেঙে ফেলা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ধ্বংস করার এক বিপজ্জনক নজির।'
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কেবল চাপের কাছে নতিস্বীকার করে ডিনদের অপসারণ চরম দায়িত্বহীনতা এবং প্রশাসনিক ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে দাবি করেছে সংগঠনটি।
এছাড়া বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে এ হঠকারী সিদ্ধান্ত বাতিল করে ন্যায়সংগত প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তি এবং দেশের সচেতন শিক্ষক সমাজকে এ ধরনের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখা।
সাকিব/এসএমডব্লিউ