ফাইল ছবি

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে যেমন আলোড়ন সৃষ্টি হয়েছে, তেমনি নারায়ণগঞ্জে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাকে স্বাগত জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় নারায়ণগঞ্জ থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে প্রায় দেড় লাখ নেতাকর্মী হেঁটে গণসংবর্ধনায় যোগ দেবেন।

বিএনপি সূত্রে জানা যায়, সবকিছু ঠিক থাকলে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেবেন।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে একের পর এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় গণসংবর্ধনায় সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় নেতাদের ভাষ্য, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতির সঞ্চার করবে। আর এই গণসংবর্ধনার মাধ্যমে দলীয় ঐক্য ও শক্তির বড় ধরনের প্রদর্শন ঘটবে বলে তারা আশাবাদী।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এটি শুধু বিএনপির নয়, দেশের রাজনীতির জন্যও একটি ঐতিহাসিক মুহূর্ত। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এই কর্মসূচিকে সফল করতে কোনো কমতি রাখবে না। দেড় লাখ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেব।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও থানা এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে পূর্বাচলের উদ্দেশ্যে রওনা হবেন। পাশাপাশি আজ বিকেল থেকেই চিটাগাংরোড এলাকা থেকে নেতাকর্মীরা হেঁটে গণসংবর্ধনায় যোগ দেবেন।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, তারেক রহমানের দেশে ফেরা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাকে অভ্যর্থনা জানাতে মহানগর বিএনপি সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। কয়েক লাখ নেতাকর্মী নিয়ে আমরা গণসংবর্ধনায় অংশ নেব। এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক শক্তি আবারও প্রমাণিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, গণসংবর্ধনায় অংশ নিতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ইতোমধ্যে তার নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলম এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী নিজ নিজ এলাকার নেতাকর্মীদের নিয়ে গণসংবর্ধনায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিপুল জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতারা বিশেষ নির্দেশনা দিয়েছেন। শৃঙ্খলা রক্ষায় আলাদা স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। কোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

মেহেদী হাসান সৈকত/আরএআর