বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগমে সড়ক ও নদী পথে যাচ্ছেন বরিশালের নেতাকর্মীরা। 

ইতোমধ্যে বরিশাল লঞ্চঘাটে বিশালাকৃতির ৪টি লঞ্চ ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে। লঞ্চ ৪টি বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন নদী বন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন বিকেল নাগাদ লঞ্চগুলো নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে বরিশাল জেলার ১০টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডগুলোতে ভিড় করছে। 

এ দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে এই দিনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূল মনে করে, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার দেশে ফেরায় ভোটের রাজনীতি পাল্টে যাবে।

নদী বন্দরে সরেজমিনে দেখা গেছে, লঞ্চগুলোতে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা রশি বেঁধে নিজ নিজ কর্মীদের জন্য জায়গা নির্ধারণ করছেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, আমরা বরিশাল জেলা থেকে ৪টি লঞ্চ ও ২০টি বাসের ব্যবস্থা করেছি। এছাড়া নিজেদের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী অলরেডি ঢাকায় যাচ্ছে। মহানগর থেকেও দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্য আমরা কয়েক দফায় সভা করেছি। আমারা বরিশাল বিভাগ থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীর সড়ক ও নদী পথে ঢাকায় যাবে।

আরকে