গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ আসনে বিএনপির দলীয় তিন মনোনয়ন প্রত্যাশীর কাউকে মনোনয়ন না দেওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর কালীগঞ্জে বিএনপির হাল ধরেছিল, তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলীয় নেতাদের মনোনয়ন দেওয়া হয়নি। রাশেদ খাঁন এই এলাকার ভোটার না। তাকে মনোনয়ন দিয়ে দল বিএনপির তৃণমূলের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

আব্দুল্লাহ আল মামুন/আরএআর