খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শ‌ক্তির নেতা মো. মোতালেব ‌শিকদারের স্ত্রীর দায়ের করা মামলায় যুব শ‌ক্তির নেত্রী ত‌নিমা তন্বীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) খুলনা মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. আসাদুর জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোনাডাঙ্গা থানার জিআরও এসআই গোপাল জানান, বিকেল ৩টার কিছুক্ষণ পর প্রিজন ভ্যানে করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে আসে। এরপর তাকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারকের খাস কামরায় নেওয়া হয় পরবর্তীতে তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, তনিমা তন্বী মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে সোনাডাঙ্গা থানা পুলিশ চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে প্রেরণ করে। বুধবার সুস্থতাবোধ করলে আদালতে হাজির করা হয়। আদালত তার পরবর্তী দিন ধার্য করে কারাগারে পাঠিয়ে দেন। 

মোহাম্মদ মিলন/আরএআর