তারেক রহমানকে গণসংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় আসবেন ২০ হাজার বিএনপি নেতাকর্মী
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে ঢাকা যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীর একটি বহর। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই কর্মসূচিতে প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।
সিরাজুল ইসলাম জানান, ২৫ ডিসেম্বর ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে একযোগে ২০টি বাস ও ২০টি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। পাশাপাশি জেলার আটটি উপজেলা থেকেও পৃথকভাবে বিপুলসংখ্যক বাস ও মাইক্রোবাস এই কর্মসূচিতে যোগ দিতে ঢাকার দিকে যাত্রা করবে।
বিজ্ঞাপন
যাতায়াতের সুবিধা বাড়াতে ভোরের তিতাস কমিউটার ট্রেনের পাঁচটি বগি বিশেষভাবে রিজার্ভ করা হয়েছে। নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ওই ট্রেনে উঠে সরাসরি ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় পৌঁছে ব্রাহ্মণবাড়িয়ার নেতাকর্মীরা ঢাকার ৩০০ ফিট এলাকার নিলা মার্কেটের সামনে জমায়েত হবেন বলে জানানো হয়েছে। এরই মধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে আগেই ঢাকায় পৌঁছে গেছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের নেতারা এই কর্মসূচি সফল করতে ধারাবাহিক বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তা, যাতায়াত ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে জেলা ও উপজেলা কমিটির পক্ষ থেকে বিশেষ টিম কাজ করছে।
বিজ্ঞাপন
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি ঐতিহাসিক মুহূর্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলা থেকে আমাদের নেতাকর্মীরা এই ইতিহাসের অংশ হতে আগ্রহী। আমাদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন। এটি কেবল একটি সমাবেশ নয়, বরং গণতন্ত্রের সুদিন ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রকাশ।
মাজহারুল করিম অভি/এআরবি