বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া বিএনপি নেতাকর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে ঢাকা-নোয়াখালী সড়কের কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

লালমাই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে ছেড়ে আসে নীলাচল পরিবহনের একটি বাস। মধ্যরাতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকায় পৌঁছুলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় বাসটি। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের কুমিল্লা মেডিকেলল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ওসি আদেল আকবর ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযান চালায়। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১০-১২ জন আহত হন। ২-৩ জনকে হাসপাতালে নেওয়া হলেও বাকিরা পেছনে থাকা বাসে করে ঢাকায় চলে গেছেন।

আরিফ আজগর/আরকে