কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানালে বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ১৪ জন ভারতীয় নাগরিকে নিজ দেশে ফেরত নিয়ে যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে দৌলতপুর উপজেলার মদনের ঘাট এলাকায় সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু ছিল। এ সময় রামকৃষ্ণপুর বিওপির টহল দলের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিএসএফ সীমান্তের শূন্য রেখার নিকট ভারতের অভ্যন্তরে অবস্থান করে পুনরায় পুশইনের চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করে।

লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, এ ঘটনার পর কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৭-এস সংলগ্ন চাইডোবা এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে নিউ উদয়া ক্যাম্পের এসি অনিল কুমার এবং বিজিবির পক্ষে মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সীমান্ত শূন্যরেখা থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নেয়।

আরএআর