ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা বরযাত্রীবাহী নৌকা
প্রতীকী ছবি/এআই
ঘন কুয়াশায় যমুনা নদীতে আটকা পড়েছে বরযাত্রী বহনকারী একটি নৌকা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জগামী যমুনার মাঝ নদীতে পৌঁছলে আটকা পড়ে নৌকাটি।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরের বড় ভাই রাশেদুল ইসলাম বাবু।
বিজ্ঞাপন
আটকা পড়া নৌকার যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান ছানির (২০) বিয়ে উপলক্ষ্যে ৪৭ জন বরযাত্রী বগুড়া শহরের সাবগ্রামের চারমাথা এলাকায় যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ সন্ধ্যা ৬টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কলীতলা ঘাট থেকে মাদারগঞ্জের উদ্দেশে রওনা হয়। বরযাত্রী বহনকারী নৌকাটি যমুনার মাঝ নদীতে পৌঁছলে ঘন কুয়াশার কারণে নৌকার মাঝি পথ হারিয়ে ফেলেন। রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত কুয়াশার মধ্যে পথ খুঁজে না পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলেও তারা কোনো সাহায্য পাননি। কোনো উপায় না পেয়ে যমুনার মাঝ নদীতেই নোঙ্গর করে অবস্থান করছে নৌকাটি। নৌকায় ১৭ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। এদের মধ্যে ৪ জন শিশুর বয়স ১ থেকে দেড় বছরের মধ্যে।
বরযাত্রী বজলুর রহমান বলেন, আমরা যখন যাত্রা করি তখন তেমন কুয়াশা ছিল না। কিন্ত যখন মাঝ নদীতে পৌঁছি তখন কুয়াশার কারণে আর কিছুই দেখা যাচ্ছিল না। পরে ৯৯৯-এ কল দিই, কিন্ত কুয়াশার কারণে তারাও কোনো কিছু করতে পারছে না। ছোট বাচ্চা ও মেয়ে মানুষ নিয়ে অনেক কষ্টে আছি।
বিজ্ঞাপন
বরের বড় ভাই রাশেদুল ইসলাম বাবু বলেন, একদিকে তীব্র শীত অন্যদিকে চরম নিরাপত্তাহীনতায় আমাদের যাত্রীরা আতংকিত হয়ে পড়েছে। অনেক জায়গায় কথা বলেও কোনো সমাধান পায়নি। এখন এই শীতের মধ্যে মাঝ নদীতে পলিথিন মোড়া দিয়ে অবস্থান করছি। মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে।
নৌকার মাঝি আবুল কাশেম বলেন, সাধারণ টর্চ লাইটের আলোতে মাত্র ৫ ফিট পর্যন্ত দেখা যায়। এখন কোন দিকে নৌকা নিয়ে যাবো তাও বুঝতেছি না। নদীতে পানিও কম, একটু গেলেই নৌকটা আটকা পড়ে। এজন্য নোঙ্গর করে বসে আছি। সম্ভবত সারিয়াকান্দি ও মাদারগঞ্জের জামথল ঘাটের মাঝামাঝি কোনো স্থানে আছি। এখন কিছুই করার নাই, সকাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহমেদ বলেন, এলাকাটি সারিয়াকান্দি থানার মধ্যে। বিষয়টি নিয়ে সরিয়াকান্দি থানা ও যমুনার তীরবর্তী স্থানীয় মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘন কুয়াশার কারণে নৌকার কাছাকাছি পৌঁছা যাচ্ছে না। নৌপুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।
মুত্তাছিম বিল্লাহ/এএমকে